নব গঠিত ফরিদপুর জেলা আওয়ামিলীগের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সামাধিতে পুষ্পস্তবক অর্পণ
1 min readশহিদুল ইসলামঃ
ফরিদপুরের নব গঠিত জেলা আওয়ামিলীগের সভাপতি শামীম হক,সাধারণ ইশতিয়াক আরিফ ও নগরকান্দা-সালথা কৃষ্ণপুর এর মাটি ও মানুষের নেতা শাহাদাব আকবর লাবু চৌধুরী টুঙ্গিপাড়ায়
জাতির জনক বঙ্গবন্ধু সমাধিতে দোয়া পুষ্পস্তবক অর্পণ ও স্মৃতি চারণ রক্ষরন বইতে সাক্ষর করেন,এ উপলক্ষে নগরকান্দার জয় বাংলা মোড়ে ফরিদপুর জেলা আওয়ামিলীগের নেতাদের টুঙ্গিপাড়া অভিমূখী গমনে স্বাগত জানানোর জন্যে উপজেলা আওয়ামিলীগ এর নেতৃত্বে আওয়ামিলীগ সহ এর সকল অংগসমূহের নেতা কর্মীরা সগ্রাহে উপস্থিত হলে পথসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামিলীগ সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে নগরকান্দা সালথা কৃষ্ণপুর এর গণমানুষের নেতা শাহাদাব আকবর লাবু চৌধুরী প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ যাপন করে বলেন,সংসদ উপনেতা নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর শুধু একটি নাম নয়, বাংলাদেশ আওয়ামীলীগের উৎকৃষ্টতার ইতিহাসের একটি পূর্ণাঙ্গ রুপ, যার রাজনীতি মতাদর্শ ও অক্লান্ত পরিশ্রম এলাকায় একাধিক উন্নয়নে ভুমিকা আজ এই অঞ্চলের মানুষ সুফল ভোগ করছে, আওয়ামিলীগ এর সূতিগার খ্যাত এলাকার হিসেবে গড়ে তোলার কাজ করেছেন, তারই ধারাবাহিকতায় আজ শাহদাব আকবর লাবু চৌধুরী তার প্রতিনিধিত্ব করে চলেছেন আগামীতে নিশ্চয়ই জেলা আওয়ামিলীগ তার এ রাজনৈতিক কর্মযজ্ঞের অবদানের কথা স্বরন করে সম্মানিত করার প্রয়াসী হবে, আপনারা তার সাথে থাকে উন্নয়নের ধারাকে গতিশীল তরান্বিত করতে সহায়তা করবেন নিশ্চয়ই।