সালথা সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
অছাত্র, সন্ত্রাসীদের সংগঠন ছাত্রদল, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে এবং ছাত্রদলের মধ্যে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের সালথায় সালথা সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা ছাত্রলীগের দিকনির্দেশনায় বুধবার (২৫ মে) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ সালথা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজনে বুধবার দুপুরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সালথা সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রিন্স মুসা, লিমন ইসলাম, মোঃ হুসাইন আলী, দপ্তর সম্পাদক আবির রহমান নিয়ামত প্রমুখ। এছাড়াও সালথা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি কলেজ চত্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরের সামনে এসে শেষ হয়।