March 20, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

মধুখা‌লীতে জা‌তির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামে‌ন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত

1 min read

মধুখা‌লী (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফ‌রিদপু‌রের মধুখা‌লীতে উপ‌জেলায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনু‌র্ধ-১৭) ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন মধুখা‌লি‌ এর আ‌য়োজ‌নে সোমবার (২৩ মে) বিকা‌লে মধুখালী পাইলট উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

মধুখা‌লী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার‌ মোঃ আ‌শিকুর রহমান চৌধুরীর সভাপ‌তি‌ত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ শহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি শামীম আরা, উপ‌জেলা ভাইস‌চেয়ারম‌্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, মধুখা‌লী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বকু প্রমূখ। এছাড়াও উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তি বর্গ উপ‌স্থিত ছি‌লেন।

ফাইনালে মধুখালী পৌরসভা ডুমাইন ইউনিয়নকে কে ১-০ গো‌লে পরা‌জিত ক‌রে। খেলা শে‌ষে বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ করা হয়।

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.