সালথায় তিন দিনব্যাপী নির্বাচিত পাটচাষী প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফরিদপুরের সালথায় নির্বাচিত পাটচাষী প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা ও পাট অধিদপ্তর ফরিদপুরের আয়োজনে সোমবার (২৩ মে) বেলা ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষন সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে প্রশিক্ষণ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোসাঃ তাসলিমা আলী। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হরযত আলী এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক লুৎফুর আমিন।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মোসাঃ শিবলী নোমান, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী। সঞ্চালনা করেন, উপজেলা ফ্যাসিলিটিটর মোঃ রিফাত রিয়াজ।
“পাটের আঁশে যত্ন করে বিদেশী মুদ্রা আনবো ঘরে, জাগো চাষী বুনো পাট সবুজ সোনায় ভরবো মাঠ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তিন দিনব্যাপী প্রশিক্ষণের আজ ছিলো প্রথম দিন। আগামী ২৫ মে বুধবার প্রশিক্ষণটি শেষ হবে এবং তিন দিনে উপজেলার নির্বাচিত ১৫০ জন পাটচাষী প্রশিক্ষণ গ্রহণ করবে।