সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে শনিবার (২১ মে) বিকালে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আক্তারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) এর রাজনৈতিক প্রতিনিধি ও বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান (সোহাগ), সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, সালথা মডেল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল হোসেন প্রমূখ।
টুর্নামেন্টটি বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টায় শুরু হয় এবং উপজেলার ৮টি ইউনিয়ন অংশগ্রহন করে। শনিবার ফাইনাল খেলায় রামকান্তপুর ইউনিয়ন আটঘর ইউনিয়ন কে ১-০ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।