নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতীপ্রু’র বদলি জনিত বিদায়ী সংবর্ধনা

বেলায়েত হোসেন লিটনঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নগরকান্দা শাখার ও নগরকান্দা উপজেলার অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতীপ্রু কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে নগরকান্দা উপজেলা পরিষদ হল রুমে নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও নগরকান্দা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতীপ্রু’কে বিদায়ী সংবর্ধনা জানানো হয় ।
প্রথমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হোসেন, সাবেক কমান্ডার লিয়াকত আলী ফিরোজ লস্কার, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মোল্লা প্রমুখ। মুক্তিযোদ্ধা সংসদের পর নগরকান্দা উপজেলা অফিসার্স ক্লাব, নগরকান্দা উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতীপ্রুকে বিদায়ী সংবর্ধনা প্রদান করে। এসময় অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দেওয়া হয় ।
এসময় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) এন এম আবদুল্লাহ এর সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবিরের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ সুমিনুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহাবুব আহাদ, নগরকান্দা উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তাগন, নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিক বোরহান আনিস, মিজানুর রহমান, নজরুল ইসলাম , বেলায়েত হোসেন লিটন, লিয়াকত হোসেন, মাহফুজুর রহমান, শফিকুল খান জনি, নিজাম নকিব, শফিকুল ইসলাম মন্টু, মঈদুল ইসলাম লিখন, রেজাউল করিম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান মোল্লা,শাহিদুজ্জামান সাহিদ ও ফয়সাল হোসেন, মশিউর রহমান মন্টু প্রমুখ। উপস্থিত অতিথি বৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র নগরকান্দায় দ্বায়িত্ব পালনকালীয় সময়ে তার কর্মকান্ডের উপর আলোচনা করেন। অনেকে স্মৃতিচারন করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন।