ফরিদপুরে আঃলীগের সম্মেলন উপলক্ষে সাবেক সংসদ সাইফুজ্জামান চৌধুরীর ব্যাস্ত সময় অতিবাহিত
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে ব্যাস্ত সময় অতিবাহিত করছেন ফরিদপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। বৃহস্পতিবার সকালে সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নাম ঘোষনা করবেন বলে জানাগেছে। সম্মেলনে আওয়ামীলীগের বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সাইফুজ্জামান চৌধুরী জুয়েল জানান। তিনি আরো বলেন দেশের এই গুরুত্বপূর্ণ জেলার জন্য দেশের সবচাইতে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের কমিটি অতি গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী কমিটির সভাপতি ও সম্পাদকসহ যাদের অন্যান্ন পদের নাম ঘোষনা করবেন সেসকল সদস্যদেরকে স্বাগত ও অভিনন্দন জানাবো। এই কমিটিই আগামী সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবারও এ জেলার সব কয়টি আসনে নৌকার বিজয় নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবে। আমরাও এই কমিটির সাথে মিলে মিশে দলের জন্য কাজ করে যাবো।