সালথায় জেলা আঃলীগের সম্মেলন উপলক্ষ্যে উপজেলা আঃলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী বৃহস্পতিবার (১২মে) অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার (১০ মে) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুরস্থ বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) এর নিজ বাসভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
এসময় আরও উপস্থিত ছিলেন, অবিভক্ত নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী সহ-সভাপতি সাহিদুজ্জান সাহিদ, কাজী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হাসান খাঁন সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্লা প্রমূখ।
প্রস্ততিমূলক সভায়, আগামী বৃহস্পতিবার (১২মে) ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সুন্দর ও সফল করার জন্য উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা মতামত দেন এবং যথাযথভাবে উপস্থিত থাকার কথা বলেন।