একতাবদ্ধ সংগঠনের সভাপতি সিহাব, সম্পাদক শহীদুল
বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “একতাবদ্ধ সংগঠন”এর একবছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে গত ০৮ ই মে। বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবি এবং প্রবাসীদের নিয়ে গড়ে উঠা সংগঠনটি ২০২১ সালের পহেলা জানুয়ারি মানবতার দেয়াল স্থাপনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাজমুল হাসানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
গত দুবছর ধরে ধারাবাহিক ভাবে উপজেলায় মানব কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। গ্রামে গ্রামে নামফলক স্থাপন, অসহায় পরিবারের মাঝে ত্রাণ কার্যক্রম, শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতাসহ নানা কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। নতুন কমিটিতে সভাপতি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সিহাব এবং সাধারণ সম্পাদক হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের মেধাবী শিক্ষার্থী শহীদুল।