October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় কেক কে‌টে সংসদ উপ‌নেতার জন্ম‌দি‌ন পালন কর‌লেন উপ‌জেলা চেয়ারম‌্যান

1 min read

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

বাংলা‌দেশ জাতীয় সংস‌দের সংসদ উপ‌নেতা ফ‌রিদপুর-২ এর বারবার নির্বা‌চিত সংসদ সদস‌্য সৈয়দা সা‌জেদা চৌধুরী (এম‌পি) এর ৮৭তম জন্ম‌দিন উপল‌ক্ষ্যে কেক কে‌টে জন্ম‌দিন পালন কর‌লেন সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। উপ‌জেলা চেয়ারম‌্যা‌নের আ‌য়োজ‌নে ৮ই মে র‌বিবার সন্ধায় তার সরকারি বাসভব‌নে এই কেক কাটা হয়।

এর আ‌গে সংসদ সদস‌্য সৈয়দা সা‌জেদা চৌধুরী (এম‌পি) এর সুস্বাস্থ‌্য ও দীর্ঘায়ু কামনা ক‌রে দোয়া করা হয় এবং কে কাটা শে‌ষে নেতা কর্মী‌দের মা‌ঝে মি‌ষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত অন‌্যান‌্যদের মা‌ঝে ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ফরিদপুর জেলা যুবলী‌গের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপ‌জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, গট্টি ইউনিয়ন যুবলী‌গের সভাপতি মোঃ মুরাদ মোল্লা, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া, বাংলাদেশ ছাত্রলীগ সালথা উপজেলা শাখার সভাপতি রায়মোহন রায়, সাধারণ সম্পাদক শাহিন আলম প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর বি‌ভিন্ন অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

উল্লেখ্য; মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের এইদিনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ শাহ হামিদ উল্লাহ, মাতা সৈয়দা আছিয়া খাতুন। তাঁর স্বামী গোলাম আকবর চৌধুরী ছিলেন একজন ভাষা সৈনিক ও বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.