সালথায় বিশ্ব ‘মা’ দিবসে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই শ্লোগান কে সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে ফরিদপুরের সালথায় বিশ্ব মা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ই মে) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আক্তারের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, সালথা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
আলোচনা সভায় বক্তারা বলেন, মা দিবস একদিনের জন্য নয়, একদিনের চেতনা সারা বছর থাকুক, মায়ের জন্য ভালবাসা ও শ্রদ্ধা ৩৬৫ দিনই থাকুক। মা দিবসে সকল মা কে শপথ করতে হবে নিজের স্বামী সন্তান কে সব ধরনের অপকর্ম থেকে দুরে রাখতে হবে। আলোচনা সভা শেষে উপজেলার আট ইউনিয়নের ২০০ জন মায়ের মাঝে পর্যায়ক্রমে শিশু খাদ্য বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ছিল সেমাই, বিস্কুট, ডাল, চিনি, নুডুস, সুজি।