ফরিদপুরে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
1 min readবিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে বিপুল পরিমান গাঁজাসহ ০১ মাদক ব্যাবসায়ী আটক।
অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৬/০৫/২০২২ তারিখ ১৪.৫০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাটি কানাইপুর গ্রামস্থ করিমপুর হাইওয়ে পুলিশ ফাড়ির সামনে মাগুরা টু ফরিদপুর মহাসড়ক এর উপর চেকপোস্ট স্থাপন
করতঃ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ০১। মোঃ রিপন আলী(২৮), পিতা-মোঃ মহন আলী, সাং-বারাদী, থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুরকে আটক করেন।
এ সময় তার হেফাজত হতে ৬৩ (তেষট্টি) কেজি গঁাজা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪ টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক জব্দ করা
হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।