নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনোনিত হলেন তানভীর আহমেদ
1 min read
ফরিদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুরের নগরকান্দা উপজেলা শাখার সহ-সভাপতি মনোনিত হলেন নগরকান্দার ঐতিহ্যবাহী কাজী পরিবারের সন্তান কাজী তানভির আহমেদ। ৫ই মে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে তানভির কে সহ-সভাপতি মনোনিত করা হয়।
মানবতার ফেরিওয়ালা খ্যাত আওয়ামী মৎস্যজীবীলীগ ফরিদপুর জেলা আহ্বায়ক কাজী আব্দুস সোবহান এর ভাতিজা এবং কাজী আতিকুর রহমানের একমাত্র পুত্র কাজী তানভির আহমেদ। সে উপজেলার নগরকান্দা মহাবিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ছাত্র।
কাজী তানভির আহমেদ সাংবাদিকদের বলেন, এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের নগরকান্দা উপজেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত করায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিরলসভাবে কাজ করে যেতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।