January 23, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

ফরিদপুরে জমি সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-২

ফরিদপুর প্রতিনিধিঃ

জমি সংক্রান্তের জের ধরে ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিন বিল নালিয়া গ্রামের নতুন হাটখোলা এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত মো: বারেক মৃধার পুত্র মো: আয়ুব আলী মৃধা (৪৫) কে বেধরক পিটিয়ে গুরুতর রক্তাত্ব জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত মো: আয়ুব আলী মৃধার অভিযোগ সুত্রে জানা যায়, একটি জমি সংক্রান্তের বিষয় নিয়ে প্রতিবেশি মো: মৃধা গং দের সহিত পুর্ব থেকেই বিরোধ চলে আসছিলো। তবে এর আগে একাধীকবার এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ এ ঘটনা সমাধানের চেষ্টা করেও ব্যার্থ হয়। একপর্যায়ে ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বিষয়টি পুনরায় সমাধানের জন্য গত ৪ মে সময় নির্ধারন করে। তবে ঐ দিন সকালে অভিযুক্ত মো: মৃধার পুত্র রাজিব মৃধা জোর করে আয়ুব আলী মৃধা কে তাদের বাড়িতে তুলে আনে। পরে মো: মৃধা ও তার দুই ছেলে মো: রাসেল মৃধা এবং রাজিব মৃধা ঐ শালিসে উপস্থিত না হওয়ার কথা বলে বেধরক পিটিয়ে আয়ুব আলী মৃধার শরীরের বিভিন্ন স্থানে রক্তাত্ব নিলাফুলা জখম করে। এমনকি আয়ুব আলী মৃধা কে একটি ঘরে আটকিয়ে রেখে রাসেল মৃধার স্ত্রী সুমি বেগম কে ঐ ঘরে ঢুকিয়ে আয়ুব আলী মৃধার সম্মান হানি করারও চেষ্টা করে, বলে অভিযোগ করেন মো: আয়ুব আলী মৃধা। এদিকে স্থানীয় আকরাম মৃধা, শাজাহান মৃধা, সেলিম মৃধাসহ এলাকার বেশ কয়েকজন গন্যমান্য ব্যাক্তিবর্গ কে ঐ সালিশিতে উপস্থিত থাকার জন্য বলা হয়। এরই ধারাবাহিকতায় আকরাম মৃধা সালিশিতে যাওয়ার সময় আয়ুব আলী মৃধার খোঁজ করলে উক্ত লোমকহর্ষক ঘটনা জানতে পারে। এক পর্যায়ে আকরাম মৃধা ঐ বাড়িতে গেলে মো: মৃধা ও তার দুই ছেলে মো: রাসেল মৃধা এবং রাজিব মৃধা, তাকেও পিটিয়ে গুরুতর রক্তাত্ব জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফরিদপুর সদর হাসপতালে ভর্তি করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় মো: আয়ুব আলী মৃধা ও আকরাম মৃধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: আয়ুব আলী মৃধাসহ আকরাম মৃধার উপর লোমকহর্ষক হামলার ঘটনার সুষ্ঠ তদন্ত পুর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে আহতরাসহ এলাকাবাসী। আনিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত দের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.