সালথায় বজ্রপাতে যুবকের মৃত্যু
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় গোয়ালঘরে গরু উঠাতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, এসময় বজ্রপাতে গরুটিও মারা যায়। নিহত যুবকের নাম আব্দুল রাকিব (২৩), সে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের ছিরু মাতুব্বরে ছেলে। বুধবার (৪ মে) ভোর ৬টার দিকে নিহত রাকিবের বাড়িতে এই ঘটনা ঘঠে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রাকিব ভাল ছেলে, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক ২য় বর্ষে লেখাপড়া করতো পাশাপাশি ঢাকায় চাকরি করতো, ঈদের ছুটিতে সে বাড়িতে এসেছে। আব্দুল রাকিবদের বাড়ির উঠানে গরু বাঁধা ছিল, বুধবার ভোরে হঠাৎ বৃষ্টি শুরু হলে গরু গোয়াল ঘরে উঠাতে গেলে রাকিব ও গাভী বজ্রপাতের শিকার হয়। এসময় গরুটিসহ রাকিব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার এবং গরুটির মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে পরিবারের উপার্জনক্ষম যুবকের মৃত্যুতে চলছে শোকের মাতম।