বোয়ালমারীতে ঈদের আগেরদিন ঈদ বস্ত্র পেলেন পাঁচশ পরিবার
1 min readবোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের দুইবারের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমানের পক্ষে ঈদুল ফিতর উপলক্ষে ঈদবস্ত্র শাড়ি বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে স্থানীয় ডাকবাংলো চত্বরে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে প্রায় ৫ শতাধিক অসহায় দুস্থদের এসব শাড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, শিল্পপতি শরীফুজ্জামান বাদশা, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান দাউদ, সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি আ. ওহাব তারা মোল্যা, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য ওবায়দুর মৃধা, রবিউল ইসলাম, ইমরুল চৌধুরী, বোয়ালমারী পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃদুল প্রমুখ। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে এসব শাড়ি বিতরণ করা হয়।