সালথায় বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ঈদবস্ত্র বিতরণ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অসহায়, ছিন্নমূলদের পাশে দাঁড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বিভাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো. সাইফুল ইসলাম ফারুকের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মোহাম্মাদ নূরুল হুদা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আটঘর ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য মো: ফিরোজ মাতুব্বর, আমির হোসেন মৃধা, বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা আব্দুল মান্নান, জাহিদ হোসেন মৃধা, সহসভাপতি শাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, অর্থ সম্পাদক আবু রাসেল, সমাজকল্যান সম্পাদক মো: রইচ উদ্দিন রিয়াল, আইসিটি সম্পাদক শরিফুল আলম শাকিল, কার্যনিবার্হী সদস্য মনিরুল ইসলাম মৃধা প্রমুখ।
ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মোহাম্মাদ নূরুল হুদা রুবেল বলেন, ভবিষ্যতে সংগঠনটি বিভাগদী গ্রামের বিভিন্ন ধরনের উন্নয়নের পাশাপাশি সমগ্র সালথা উপজেলার উন্নয়নে কাজ করবে।