সালথায় ছাত্রলীগের ইফতার বিতরণ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় গরিব অসহায়দের ও পথচারিদের মাঝে ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। ছাত্রলীগ নেতা ফিরোজ খাঁন রাজের নিজ অর্থয়ানে শনিবার (৩০ এপ্রিল) আছর থেকে ইফতারির আগ পর্যন্ত সালথা সদর বাজার ও আশেপাশের এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।
এ সময় পথচারিদের মাঝে ইফতারির প্যাকেট তুলে দেন, সালথা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ খাঁন রাজ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমামুল খাঁন, হোসাইন আলী, সাগর আহমেদ, লিমন ইসলাম শান্ত, নিউটন শেখ, সাকিব হাওলাদার ও যুগ্ন সাধারন সম্পাদক সাজিদ মাহমুদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক তালহা ইসলাম রাব্বি, দপ্তর সম্পাদক আবির রহমান নিয়ামত সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সালথা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ খাঁন রাজ বলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ ভাইয়ের দিক নির্দেশনায় আজ আমরা প্রায় শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করলাম। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মানবিক কাজ করে থাকে। সালথা উপজেলা ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে ধন্যবাদ জানাই।