নগরকান্দায় ইয়াবা সম্রাট এখলাছ গ্রেফতার
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দার ইয়াবা ও গাঁজা সম্রাট এখলাছ মাতুব্বরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এখলাছ উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল গ্রামের আওয়াল মাতুব্বরের ছেলে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ী থেকে থানার এস আই সিরাজুল ইসলাম তাকে গ্রেফতার করে। শুক্রবার সকালে এখলাছকে ফরিদপুর আদালতে প্রেরন করেছে। এখলাছ দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন প্রকার মাদক বিক্রি ও সেবন করে আসছিলো। ফলে এলাকার যুব সমাজ ধ্বসের প্রান্তে। এখলাছের গ্রেফতারে এলাকার অভিভাবকদের মাঝে সস্তি ফিরে এসেছে।
এস আই সিরাজুল ইসলাম জানায়, এখলাছের বিরুদ্ধে ধর্ষন, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।