নগরকান্দায় হারবার আইটি ইন্সটিটিউটের ইফতার অনুষ্ঠিত
নগরকান্দা প্রতিনিধিঃ
ফরুদপুরের নগরকান্দায় হারবার আইটি ইন্সটিটিউটের পি,এফ,এম ও ফ্রিলান্স ইন্সপায়ার এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কোটপাড় এলাকায় ফ্রিলান্স ইন্সপায়ারের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ফ্রিলান্স ইন্সপায়ারের এডমিন মোঃ নুরুজ্জামান মিয়া রনি । এ সময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলিমুজ্জামান সেলু, ইয়াসিন মিয়া, মনিরুজ্জামান তুহিন, সাংবাদিক মিজানুর রহমান, হারবার আইটি ইনিস্টিউটের চেয়ারম্যান শরুপা রায় শিমু, নুরুজ্জামান এর মেন্টর মিজানুর রহমান মিজান, ফ্রিলান্স ইন্সপায়ারের সদস্য খাদিজাতুল কুবরা, ইসরাত জাহান সাথী, জিসান, ইকবাল, নিসাদ, নয়ন, রাব্বি হোসেন, সুদিপ ও মিথিলা। এ সময় দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া করা হয়।