ফরিদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ করলেন আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ
1 min read
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে বিএনপি নেতা পিংকুর দেওয়া শাড়ি, লুঙ্গি হতদরিদ্রদের মাঝে বিতরন করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ। এ নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের মাঝে তুমুল প্রতিবাদের ঝড় উঠেছে। জানা যায়, গত শুক্রবার পবিত্র রমজান উপলক্ষে কৈজুরী ইউনিয়নের বেতবাড়ি গ্রামে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবি বিতরন করেন। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হান্নান খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মৃধা, সদস্য ইউনুস খান উপস্থিত থেকে এসব শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরন করেন। এ নিয়ে ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতি সত্তর বিএনপির এই অনুপ্রবেশকারিদের কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের পদ হতে বহিষ্কার করে দলীয় ভাবমুর্তি রক্ষার জন্য জেলা আওয়ামীলীগের সদয় হস্তক্ষেপ কামনা করেছে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।