সালথার মাঝারদিয়ায় কাজী আব্দুস সোবহানের ঈদ উপহার বিতরণ
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদের আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবীলীগের ফরিদপুর জেলা শাখার আহবায়ক কাজী আব্দুস সোবহান এর পক্ষ থেকে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কিছু এলাকায় শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে অসহায় হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার (শাড়ি, লুঙ্গি) বিতরণ করা হয়েছে। কাজী আব্দুস সোবহানের নিজস্ব অর্থায়নে এসব শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
কাজী আব্দুস সোবহান এর পক্ষে অসহায় মানুষের কাছে ঈদ উপহার পৌছে দেন, নগরকান্দা উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক দেলোয়ার হোসেন বিশ্বাস ,,যুগ্ম আহবায়ক মোঃ আকবর হোসেন, সদস্য আলাউদ্দীন, কাজী সুমন, সদস্য নাহিদ, যুবলীগ নেতা শেখ জাহিদ প্রমুখ ।
মানবতার ফেরীওয়ালা খ্যাত জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান টেলিফোনে বলেন, ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে উপভোগ করতে চাই। এই জন্য অসহায় মানুষের জন্য আমার সামান্য ঈদ উপহার। গরিব অসহায় মানুষের জন্য আমার সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ আপনারা যে যার মত করে গরিব অসহায় মানুষের পাশে দাড়ান।