October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় কাজী আব্দুস সোবহা‌নের ঈদ উপহার বিতরণ

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

বাংলা‌দের আওয়ামীলী‌গের অন‌্যতম সহ‌যোগী সংগঠন আওয়ামী মৎস‌্যজীবীলী‌গের ফ‌রিদপুর জেলা শাখার আহবায়ক কাজী আব্দুস সোবহান এর পক্ষ থে‌কে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার আটঘর ইউ‌নিয়‌নের গৌড়দিয়া বাজা‌রে বৃহস্প‌তিবার বিকা‌লে অসহায় হত দ‌রিদ্র মানু‌ষের মা‌ঝে ঈদ উপহার (শা‌ড়ি, লু‌ঙ্গি) বিতরণ করা হ‌য়ে‌ছে। কাজী আব্দুস সোবহা‌নের নিজস্ব অর্থায়‌নে এসব শা‌ড়ি লু‌ঙ্গি বিতরণ করা হয়।

কাজী আব্দুস সোবহান এর প‌ক্ষে অসহায় মানু‌ষের কা‌ছে ঈদ উপহার পৌ‌ছে দেন তার ভা‌তিজা কাজী তানভীর আহ‌মেদ আ‌নিস। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, নগরকান্দা উপ‌জেলা আওয়ামী মৎস‌্যজীবী লী‌গের যুগ্ম আহবায়ক আকবর হো‌সেন, সদস‌্য শামীম আহ‌মেদ রিপন, সদস‌্য সুমন কাজী, যুবলীগ নেতা শেখ জা‌হিদ হো‌সেন প্রমুখ,

মানবতার ফে‌রীওয়ালা খ‌্যাত জেলা মৎস‌্যজীবীলী‌গের আহবায়ক কাজী আব্দুস সোবহান টে‌লি‌ফো‌নে ব‌লেন, ঈ‌দের আনন্দ সক‌লের সা‌থে ভাগাভা‌গি ক‌রে উপ‌ভোগ কর‌তে চাই। এই জন‌্য অসহায় মানু‌ষের জন‌্য আমার সামান‌্য ঈদ উপহার। গ‌রি‌ব অসহায় মানু‌ষের জন‌্য আমার সাহায‌্য স‌হযো‌গিতা অব‌্যাহত থাক‌বে। সমা‌জের বিত্তবান‌দের কা‌ছে অনু‌রোধ আপনারা যে যার মত ক‌রে গ‌রিব অসহায় মানু‌ষের পা‌শে দাড়ান।

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.