নগরকান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
বেলায়েত হোসেন লিটনঃ
“সঠিক পুষ্টিতে, সুস্থ জীবন” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে, জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে। ২৩ হতে ২৯ এপ্রিল এ কার্যক্রম চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মশিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জ্যেতির্ময় চৌধুরী, ডাঃ মৌমিতা শীল, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী প্রমূখ। বক্তারা পুষ্টিকর খাবেরর উপর আলোকপাত করেন। এছাড়াও স্বাস্থ্য সচেতনতার উপর বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।