সালথায় জগন্নাথদী সমাজসেবা যুব সংগঠনের ঈদ উপহার বিতরণ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা এলাকার অন্যতম জনপ্রিয় সেচ্ছাসেবী সংঘঠন জগন্নাথদী সমাজসেবা যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সংগঠনের নিজস্ব অর্থায়নে বুধবার (২৭ এপ্রিল) দিনব্যাপী জগন্নাথদী, গোপীনাথপুর ও যদুনন্দী গ্রামের বিভিন্ন এলাকার প্রায় শতাধীক অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন, জগন্নাথদী সমাজসেবা যুব সংগঠনের সভাপতি ও ইউপি সদস্য মোঃ সারাফাত চৌধুরী, সহ সভাপতি মোঃ আনিচুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী সদস্য মোঃ মিলন মোল্যা, নিয়ামুল হক, আবুল বাশার জুয়েল প্রমুখ।
উল্যেখ: গরীব ও অসহায় মানুষের মাঝে সহায়তা, জেগে উঠুক মানবতা এই শ্লোগান কে সনে রেখে `জগন্নাথদী সমাজসেবা যুব সংগঠন` গরীব ও অসহায় মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের সহায়তায় দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে যাচ্ছে।