সালথার যদুনন্দীতে আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দীতে আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী, গোপীনাথপুর ও জগন্নাথদী এর আওয়ামীলীগের নেতাকর্মী ও জনসাধারণের আয়োজনে শনিবার (২৩ এপ্রিল) বিকালে স্থানীয় নবকাম পল্লী কলেজ মাঠ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমাম হোসেনের সভাপতিত্ব ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) এর রাজনৈতিক প্রতিনিধি ও বিশিষ্ঠ কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, আওয়ামীলীগ নেতা মোঃ রোমানুজ্জামান রোমান প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি খন্দকার শাহজাহান সাজ্জাদ, স্বাগত বক্তব্য রাখেন উদিয়মান তরুণ আওয়ামীলীগ নেতা মোঃ কামরুজ্জামান কাইয়ুম মোল্যা।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, যদুনন্দীকে দাঙ্গা-হাঙ্গামা ও কাইজ্যা মুক্ত একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ার পাশাপাশি তৃণমূল আওয়ামীলীগ কে আরও শক্তিশালী করার কথা বলেন। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।