November 6, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

নগরকান্দায় খিজির (আঃ) দরবার শরীফের খাদেমের চিকিৎসায় শত শত রোগী ভাল হচ্ছে

বেলায়েত হোসেন লিটনঃ

ফরিদপুরের নগরকান্দায় খিজির (আঃ) দরবার শরীফের খাদেম আয়নাল হক ওরফে আয়নাল ফকিরের চিকিৎসায় শত শত রোগী ভালো হচ্ছে বলে দাবী করছেন আয়নাল ফকির। উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদী গ্রামের মৃত তাইজদ্দীন ফকিরের ছেলে মোহম্মাদ আয়নাল হক ওরফে আয়নাল ফকির (৬৩) এই কবিরাজী পেশায় প্রায় ৩০ বছর ধরে আছেন। সেই সাথে এই খিজির (আঃ) দরবার শরীফের খাদেম হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। আইনাল ফকির বলেন এটা আমার পূর্ব পুরষ থেকেই প্রচলন রয়েছে। দরবার শরীফের পক্ষ থেকে প্রতি বছরে বাংলা ৫ চৈত্র বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়। যেখানে হাজার হাজার ভক্তবৃন্দ হাজির হয়ে থাকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তিনি আরো বলেন আমি দরবারের পক্ষ হতে ভারত, কুষ্টিয়ার লালনের আখড়া, চট্রগ্রামে ও ঢাকার মিরপুরের শাহ আলী মাজারে ১২ বছর সহ বিভিন্ন স্থানে বিভিন্ন মেয়াদে সাধনা করে আসছি। বর্তমানে আমার নিজ গ্রাম হিয়াবলদীতে টানা ২২ বছর এই দরবার শরীফের খাদেম হিসেবে দ্বায়িত্ব পালন করছি। এখানেই দেশের বিভিন্ন এলাকা হতে বিভিন্ন রোগের রোগী আসে তাদেরকে কবিরাজী চিকিৎসা দিয়ে থাকি, তাতে রোগ ভালো হয় ইনশাআল্লাহ। শুধু অপারেশন যোগ্য রোগের কোন চিকিৎসা দেইনা। তাছাড়া আমার দরবারে সকল তরিকার ভক্তবৃন্দ আসে। তবে আমি গরীব মানুষ, দরবার শরীফে আগত মুরিদান, ভক্তবৃন্দদের খাওয়া দাওয়া করাতে আমার আর্থিক ভাবে হিমসিম খেতে হয়। এই জন্য যদি সরকারীভাবে কোন সহযোগিতা পাই বড় উপকার হতো। আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট সরকারী সাহায্য সহযোগিতার জন্য আবেদন জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.