সালথায় সাংবাদিক বিধান মন্ডলের বাবার ৯ম মৃত্যু বার্ষিকী পালিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় কর্মরত জনপ্রিয় জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি এবং সালথা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক বিধান মন্ডলের বাবা স্বর্গীয় নগেন্দ্রনাথ মন্ডলের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সালথা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় স্বর্গীয় নগেন্দ্রনাথ মন্ডলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লবের সিনিয়র সদস্য শাহজাহান ফকির এবং আবু নাছের হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আজিজুর রহমান, এমকিউ হুসাইন বুলবুল, মাহমুদ আসরাফ টুটু, মনির মোল্যা, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক শরিফুল হাসান, কার্যনির্বাহী সদস্য আরটি হাসান, মোশারফ হোসেন, সদস্য মুজিবুর রহমান, মোশারফ হোসেন, আবুল বাসার প্রমূখ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আামন খন্দকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
এছাড়াও স্বর্গীয় নগেন্দ্রনাথ মন্ডলের নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সালথার নিজ বাড়িতে তিনার আত্মার শান্তি কামনা করে গীতাপাঠ ও সজাতি ভোজনের আয়োজন করা হয়। সাংবাদিক বিধান মন্ডল তার পিতার আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।
উল্যেখ্য: স্বর্গীয় নগেন্দ্রনাথ মন্ডল ২০১৩ সালের ১৩ এপ্রিল রবিবার সকাল ৬টায় ফরিদপুর ডায়াবেটিস সমিতি হাসপাতালে লিভার ক্যান্সার রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮বছর, মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।