February 17, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় সহিংসতা রোধে গ্রাম্য মোড়ল‌দের সাথে পুলিশের মতবিনিময়

1 min read

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফরিদপুরের সালথা উপজেলায় বর্তমা‌নে গ্রাম‌্য দলাদ‌লি‌তে স‌হিংসতা বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। স‌হিংসতার কার‌নে জন জীবন অ‌তিষ্ঠ হ‌য়ে উ‌ঠে‌ছে। এই স‌হিংসতা রো‌ধ করার ল‌ক্ষ্যে উপ‌জেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রাম এলাকার দুই দলের গ্রাম‌্য মোড়ল‌দের সা‌থে পু‌লি‌শের মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সালথা থানা পু‌লি‌শের আ‌য়োজ‌নে সোমবার দুপুরে সালথা থানা চত্তরে খারদিয়া, উজিরপুর ও সাধুহাটি গ্রামের দুই দলের মাতুব্বরদের সাথে এ মতবিনিময় করেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মোঃ সুমিনুর রহমান।

এসময় সালথা থানার অপা‌রেশন অফিসার এসআই গোলাম রমান্তা‌সির মারুফ হোসেন, যদুনন্দী বিট অ‌ফিসার এসআই নাজমুল আলম, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুজ্জামান টুকু ঠাকুর, আবু বকর ছিদ্দিক, ইউপি চেয়ারম্যান মোঃ রফিক মোল্যা, মহব্বত হোসেন ঠাকুর, ইউপি সদস্য ইরোন খন্দকার, আকরাম আলী সহ স্থানীয় তিন গ্রামের মাতুব্বররা উপস্থিত ছিলেন।

সুন্দর ও প্রাণবন্ত মত‌বি‌নিময় শে‌ষে সক‌লেই অ‌ঙ্গিকার ক‌রে যে মঙ্গলবার সকাল ১০ টায় দুই দলের দেশীয় অস্ত্র ঢাল-কাতরা পুলিশের কাছে জমা দিবেন এবং পরব‌র্তি সম‌য়ে আর সংঘ‌র্ষে লিপ্ত হ‌বেন না।

এদিকে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া, সেনহাটি ও গোবিন্দপুর গ্রামে রবিবার রাত থেকে উত্তেজনা চলছিলো। এই তিন গ্রামের মাতুব্বরদের সাথে বিকালে সহিংসতা রোধে মতবিনিময় করেন সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান। এসময় ইউপি সদস্যসহ ওই তিন গ্রামের দুই দলের মাতুব্বররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.