সালথায় পুলিশের সার্ভিস ডেস্ক ও গৃহ হস্তান্তর এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ পুলিশের আয়োজনে রবিবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় গণভবন থেকে সরাসরি যুক্ত হয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সার্ভিস ডেস্ক ও গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন।
সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেক্স এবং গৃহ হস্তান্তরের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় সালথা থানা চত্তরে উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহন করেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও (নগরকান্দা-সালথা) সার্কেল মো. সুমিনুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান (সোহাগ), বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, সালথা থানা পুলিশের অপারেশন অফিসার গোলাম মোন্তাসির মারুফ হোসেন প্রমূখ।
এছাড়াও স্থানীয় আওয়ামীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।