সালথায় আঃলীগ কর্মী জিয়া মাতুব্বরের পাশে কাজী আব্দুস সোবহান
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্থ্য জিয়া মাতুব্বরের পাশে জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান। গত মাসের ১৫ তারিখ সন্ধায় জিয়া মাতুব্বরের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পোড়ার মত কিছুই বাকি থাকে না। এরপর মানবেতর জীবন যাপন করছিলো জিয়া মাতুব্বর। খবর পেয়ে মানবতার ফেরীওয়ালা কাজী আব্দুস সোবহান জিয়া মাতুব্বরের ঘর নির্মানের জন্য টিন পাঠিয়ে দেন।
জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান এর নিজস্ব অর্থায়নে শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবি এলাকায় জিয়া মাতুব্বরের বাড়িতে টিন পৌছে দেন, নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক শেখ আকবর হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মিজান তালুকদার, সদস্য কাজী সুমন, যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী তানভীর আহমেদ আনিস, আবির হোসাইন প্রমূখ। এছাড়াও এসময় জিয়া মাতুব্বর ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আগুনে ক্ষতিগ্রস্থ্য উপজেলা শ্রমিকলীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া মাতুব্বর বলেন, গত মাসের ১৫ তারিখে আমার ঘরে আগুন লেগে পুড়ে যায়, আমি কিছু সাহায্যের জন্য উপজেলায় আবেদন করে বেশ কয়েকবার গিয়েছি। পার্শবর্তী উপজেলার কাজী আব্দুস সোবহান ভাই খবর পেয়ে ঘর তোলার জন্য টিন পাঠিয়েছেন। আমি সোবহান ভাইয়ের জন্য দোয়া করছি এবং আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মানবতার ফেরীওয়ালা খ্যাত জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান টেলিফোনে বলেন, জিয়া মাতুব্বরর একজন আওয়ামীলীগ কর্মী, গতমাসের ১৫ তারিখে তার বসত ঘরটি পুড়ে যায় কিন্তু কোন আওয়ামীলীগ নেতা বা কোন লোক জিয়ার খোজ খবর নেয় নাই, বিষয়টি ফেসবুকের মাধ্যমে আমার দৃষ্টি গোচর হওয়া মাত্রই আমি খোজ খবর নিয়ে কিছু সাহায্য করার চেষ্টা করেছি মাত্র। গরিব অসহায় মানুষের জন্য আমার সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ আপনারা জিয়া মাতুব্বরের মত আওয়ামীলীগ কর্মীদের পাশে দাড়ান, গরিব অসহায় মানুষের পাশে দাড়ান।