ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সুব্রত গোলদার
1 min readফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন সুব্রত গোলদার। তিনি ফরিদপুর জেলার সদরপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।
বুধবার (৬ এপ্রিল) সকালে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাঁকে জেলার ৯টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। এসময় তাঁকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হেলাল উদ্দিন ভূইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. সুমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন করসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আইন শৃঙ্খলা রক্ষা, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ও মানবিক পুলিশিং কার্যক্রম পরিচালনার জন্য তিনি ফরিদপুর জেলার শেষ্ঠ ওসি নির্বাচিত হন।