October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

আলফাডাঙ্গায় ভুয়া চিকিৎসকের ৩ মাসের কারাদণ্ড

1 min read

বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মো. মামুন-অর-রশিদ নামে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার শরীফ মেডিক্যাল হল অ্যান্ড ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ওই ভুয়া ডাক্তার পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. মামুন-অর-রশিদ বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ ব্যতীত রোগী ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ডাক্তার লিখেন। এতে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির আশঙ্কা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট রফিকুল হক জানান, শরীফ মেডিক্যাল হল অ্যান্ড ডেন্টাল কেয়ারের মালিক মো. মামুন-অর-রশিদ ডাক্তার পরিচয় দিয়ে ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সেই সঙ্গে ডেন্টাল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ বাত-ব্যাথার ওষুধ বিক্রি করতেন। তাই ভুয়া ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতারণা করার দায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.