বোয়ালমারীতে পাগলা কুকুরের কামড়ে আহত ২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে গত চারদিনে ২১ জন আহতের ঘটনা ঘটেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। পাগলা কুকুরের কামড়ের ঘটনায় পৌর বাজার এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। প্রশাসনকে বিষয়টি অবগত করলেও তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল বলেন, শুক্রবার থেকে বোয়ালমারী পৌর শহরের ডাকবাংলো থেকে ওয়াবদার মোড় পর্যন্ত হাফ কিলোমিটার রাস্তায় দেখা যাচ্ছে পাগলা কুকুর। পথচারীরা গেলেই দৌর দিয়ে এসেই কামর দিচ্ছে। মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, গত শুক্রবার থেকে মোমবার পর্যন্ত মোট ২১ জন পাগলা কুকুরের কামড় খেয়ে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। কুকুরের বিষের কোন ভ্যাকসিন হাসপাতালে না থাকার কারনে আহতরা বাজার থেকে ভ্যাকসিন ক্রয় করে নিচ্ছেন।
তিনি আরো বলেন, কুকুরের কামড়ের কথা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও পশু কর্মকর্তাকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, পাগলা কুকুরের কামড়ের ব্যাপারে পৌর মেয়র ব্যবস্থা নেবে। আমি পৌর মেয়রকে বলবো ব্যবস্থা নিতে।