October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

মমিনখার হাটে শতবছরের মরা রেন্ডি গাছ কাটার দাবি দোকান মালিকবৃন্দের

1 min read

নিজস্ব প্রতিনিধিঃ

শতবছরের মরা রেন্ডি গাছ কাটার দাবি করলেন চরমাধবদিয়া ইউনিয়নের মমিন খার হাট মসজিদ কমিটি ও বাজার ব্যবসায়ী বৃন্দ। সরেজমিনে গেলে দেখা যায় শত বছরের দুটি রেন্ডি গাছ মমিন খার হাট জামে মসজিদ মেইন ফটোক সংলগ্ন গাছটি রয়েছে এবং এই গাছের নিচে রয়েছে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রকার দোকান, দোকানদার ও পথচারীরা জানান দীর্ঘ দুই তিন মাস পূর্বে গাছের ডাল ভেঙে দোকানের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে এবং মুসল্লীরা জানান আমরা যেকোন সময় নামাজের জন্য মসজিদে আসলে এই গাছের ডাল ভেঙে বড় ধরনের ক্ষয়-ক্ষতি ও দুর্ঘটনা হতে পারে তাই অতি দ্রæত মরা গাছ দুটি অপসারণ করা প্রয়োজন। এ ব্যাপারে মোঃ তাজেল মোল্লা, পলাশ বেপারি, ডাঃ মামুন, মোঃ ছনি দর্জি সহ গাছের নিছে দোকানদার গন আতঙ্কে রয়েছে। এ ছাড়াও মমিন খার হাট মসজিদ কমিটি ও বাজার কমিটির সভাপতি এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সরদার আওয়াল জানান দীঘ দিন ধরে গাছের নিচে থাকা দোকানদার ও মসজিদের মুসুল্লিগণ চরম ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে, যে কোনো সময় একটি দূর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছে বাজার ব্যাবসায়ী ও মসজিদের মুসুল্লিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.