January 19, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

মমিনখার হাট খাল অবৈধ দখলের হিড়িক পাকা স্থাপনা তৈরি…. কে এই প্রভাবশালী

1 min read

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন মমিন খার হাট সংলগ্ন খালের উপর দিয়ে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে পাকা স্থাপনা, যেন খাল দখল ও পাকা স্থাপনা তৈরির হিড়িক পড়েছে। সরেজমিনে গেলে দেখা যায় খালের উপর দিয়ে পূর্বে টিনের ঘর যে-যেভাবে পারছে দোকান পাট তৈরি করেছে। বর্তমানে খালের মাঝখান দিয়ে পাকা আরসিসি পিলার করে দোকান ঘর স্থাপনা তৈরি করা শুরু হয়েছে। এলাকার সচেতন মহল জানান আমাদের মমিন খার হাট কৃষি বান্ধব এলাকা, বৃষ্টির দিনে খাল খনন বা গভীরতা না থাকলে শতশত বাড়িঘর এবং ঐতিহ্যবাহী মমিনখার হাটটি তলিয়ে যেতে পারে। এ ব্যাপারে একই এলাকার মজিদ শেখ, হামিদ বেপারি, জহুরুল হক মাসুদ, ইচাহক বেপারি, মোঃ কাসেম, হালিম বেপারি সহ অধর্শতাধিক সচেতন মহল অবৈধ স্থাপনা তৈরি বিষয়টি নিশ্চিত করলেন। ঐতিহ্যবাহী মমিন খার হাট অতি দ্রুত প্রভাবশালী মহলের হাত থেকে উদ্ধার করে মমিন খার হাট তথা মাধবদিয়া ইউনিয়ন এর ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য জেলা প্রসাশক, উপজেলা নিবার্হী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমির দ্রুত হস্থক্ষেপ কামনা করছে এলাকাবাসি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.