ফরিদপুর কানাইপুরে ব্যাংক ভাঙ্গার বঙ্গ আড়ং মেলা অনুষ্ঠিত
1 min readফরিদপুর প্রতিনিধি:
‘মানবিক মানুষ গড়ে তোলা, সবচেয়ে বড় মানব সেবা” এই স্লোগানকে ধারণ করে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ব্যাংক ভাঙ্গার বঙ্গ আড়ং মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কানাইপুর সংস্কার সমাজকল্যাণ সংঘ এর উদ্যোগে (৩০ মার্চ) বুধবার বিকালে কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য ধরে রাখার রক্ষার্থে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সংস্কার সমাজকল্যাণ সংঘ সংস্থাটি মাটির তৈরী করা ব্যাংকে সঞ্চয় সংগ্রহ করে পুঁজি গড়ে তোলে এবং সেই পুঁজি দিয়ে অর্থনৈতিক ব্যবস্থায় মানবিক কাজে মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে। এসময় মেলায় সঞ্চয় জমানো ১০০ টি মাটির তৈরী ব্যাংক ভাঙ্গা হয়। কানাইপুর সংস্কার সমাজকল্যাণ সংঘ সভাপতি মোঃ সানজার উর রহমত এর সভাপতিত্বে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অমিতাভ বোস, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি হায়দার খান, ৬নং ওয়াড় কাউন্সিলর মহিলা হেলেনা বেগম, আওয়ামী মোটর শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো: মাসুদ মাতুব্বর সহ স্থানীয় নেতৃবৃন্দ। এবং উদ্বোনীয় উনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সদর সহকারী কমিশনার ভূৃমি লাভলী ইয়াসমিন সিমা, সরকারি শিশু পরিবার (বালক) উপ-তত্ত্বাবধায়ক এস. এম. সুজাউদ্দিন রাশেদ প্রমূখ। এ সময় বক্তারা বলেন বাংলা ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে সংস্কার সমাজকল্যাণ এর উদ্যোগে যে আয়োজন করা হয়েছে তা বিলুপ্ত হওয়া বাংলা সাংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য রক্ষা করতে পারবে বলে অতিথিবৃন্দরা মনে করেন। সমাপনী অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি পৌর মেয়র অমিতাভ বোস, উপজেলা নির্বাহী অফিসার লিটনঢালী, সাংবাদিক জোটের সভাপতি হায়দার খানকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সর্বশেষ ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় মেলার প্রতিটি স্টল পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।