নগরকান্দা সরকারি মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দা সরকারি মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করে সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু। সরকারি নগরকান্দা কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) শাহানা পারভীন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র একান্ত সহকারী সচিব শফিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য আঞ্জুমনোয়ারা বেগমসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।