নগরকান্দায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন আয়োজনের মধ্যেদিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। শনিবার দিনের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে পুস্পমাল্য অর্পণ করে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’ র পক্ষে তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবুসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, থানা পুলিশ, নগরকান্দা প্রেস ক্লাব, কামরুজ্জামান মিঠু পরিষদ, উপজেলা বিএনপি, সরকারী এম এন একাডেমী, মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারী নগরকান্দা মহাবিদ্যালয়, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম সংসদ,।
সরকারী এমএন একাডেমী মাঠে অনুষ্ঠিত হয় ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠান। শহীদদের কবর জিয়ারত, দুপুরে জেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। সকল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, ওসি তদন্ত বিকাশ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান, শেখ চুন্নু, কামরুন্নাহার রিটা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামিলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিকালে মুক্তিযোদ্ধা বনাম উপজেলা প্রশাসনের মধ্যে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে বরেণ্য কন্ঠ শিল্পী অবান্তি শিথী সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারী ভবনগুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয়।