বোয়ালমারীতে ইউসিসিএ লিঃ এর নির্বাচনের তফসিল ঘোষণা
বোরহান আনিসঃ
ফরিদপুরের বোয়ালমারীর ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ইউসিসিএ লিঃ এর নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মাদ নূরুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানাগেছে।
পত্রে জানাগেছে আগামী ২৮ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৭ ও ২৮ মার্চ সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। মনোনয়ন পত্র দাখিল করার শেষ তারিখ ৩১ মার্চ বিকাল ৫টার মধ্যে। মনোনয়ন পত্র যাচাই বাছাই ৩ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল। একই দিনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। ২৮ এপ্রিল সকাল নয়টা হতে বিকাল ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভাবে ভোট গ্রহন চলবে। এ নির্বাচনে একজন সভাপতি, একজন সহসভাপতি ও ছয় জন সদস্য নির্বাচিত হবেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বোয়ালমারী ইউসিসিএ লিঃ এর নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম।