নগরকান্দায় গণশুনানী অনুষ্ঠিত
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে এ গণশুনানীর আয়োজন করেন ইউনিয়ন পরিষদ। বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, জুয়া, মাদক, সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সচেতনতামূলক প্রচারে এ শুনানীর আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক আসলাম মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ,ওসি তদন্ত বিকাশ মন্ডল, উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আবুল কাম আজাদ প্রমূখ। সর্বিক তত্বাবধানে ইউপি সচিব সামসুল হক।