চরভদ্রাসনে বালুবাহি ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত- ১, আহত- ১
মনির হোসেন পিন্টুঃ
ফরিদপুরের চরভদ্রাসনে বালুবাহি ড্রাম ট্রাকের ধাক্কায় অটো পেইন্টার সাইফুল ইসলাম (৪৮) নিহত হয়েছেন। রবিবার (২০ মার্চ) ভোড়ে উপজেলা সদর ইউনিয়নের টিলারচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আব্দুর রহমান মৃর্ধার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে নিহত সাইফুল ইসলামক রিক্সাযোগে গোপালপুর ঘাটের দিকে যাচ্ছিলেন। পতিমধ্যে জাকেরাসুরার কাছে প্রধান সড়কে আসলে বিপরিত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা বালুবাহি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে অটোরিক্সা চালক শেখ শাহজাহানকে চরভদ্রাসন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, সাইফুল ইসলামকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে চরভদ্রাসন থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি আটকের বিষয়ে কাজ করা হচ্ছে। অভিযোগ পেলে ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।