নগরকান্দায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন
1 min read
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় আসন্ন রমজান মাস উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র ( ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার ডাকবাংলোর সামনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সংশ্লিষ্ট কাউন্সিলরগণ। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮২০৬ জন কার্ডধারীকে এই পণ্য ঈদের আগে পর্যন্ত দেওয়া হবে দুইবার করে। পৌরসভায় রয়েছে ১২৪২ জন কার্ডধারী। পণ্যগুলো হচ্ছে ১১০ টাকা প্রতি লিটার দরে ২ লিটার সয়াবিন তেল , ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল। এগুলো ৩১ মার্চ পর্যন্ত চলবে। এর সাথে ৩ এপ্রিল থেকে ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা সংযুক্ত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু,। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এই উদ্যোগ স্বল্প আয়ের লোকদের জন্য এ সময়ে আশির্বাদ হয়ে এসেছে, উপকারে আসবেও অনেক অনেক। টিসিবি’র ডিলার মোঃ রনি খলিফা বলেন প্রধান মন্ত্রীর দেওয়া এই রমজানের পণ্য ছাড়াও নিয়মিত টিসিবির পণ্য সকলের জন্য বিভিন্ন স্থানে, হাটবাজারে চলমান থাকবে আমাদের মতো ডিলার বা সরাসরি টিসিবি’র নেতৃত্বে। এই পণ্য বিতরণ চলাকালীন সময়ে নজরদারিতে থাকবে নির্বাহী মেজিস্ট্রেট, পুলিশ, র্যাবসহ অন্যান্ন সংস্থা। উদ্বোধনী দিনে পৌরসভা ও লস্করদিয়া ইউনিয়নের কার্ডধারীদের মাঝে এই পণ্য বিতরণ করা হয়। এরপর অন্যান্ন ইউনিয়নের কার্ডধারীদের মাঝেও বিতরণ করা হবে এসকল পণ্য।