সালথায় কেক কেটে জাতির জনকের জন্ম বার্ষিকী পালন করলো বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী পালন করলো বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ। ১৭ই বৃহস্পতিবার সন্ধায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের কক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি মোঃ মোকাদ্দেস হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, আওয়ামীলীগ নেতা মোঃ হায়দার মোল্যা, নগরকান্দা সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা বুলবুল হাসান সবুজ প্রমূখ। এছাড়াও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেক কাটার আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।