সালথার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
সালথা ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭মার্চ ২০২২) বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ৯টায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা শাহাদাৎ হোসেন বাদশা, মো. মজিবুল হক ও দাতা সদস্য অাবু রাহাত খান সিরাজ, মহাবিদ্যালয়ের প্রভাষক মো. মারুফ হোসাইন, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, সাবেরা সুলতানা, বিকাশ চন্দ্র, শফিকুল ইসলাম, হিসাব সহকারী মনিরুল ইসলাম প্রমূখ।