নগরকান্দায় বর্ণিল আয়োজনে জাতীর জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে, সংসদ উপনেতার পক্ষে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি নগরকান্দা কলেজ, সরকারি এম এন একাডেমী, আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গসংগঠন, নগরকান্দা প্রেস ক্লাব, বিভিন্ন এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, ওসি তদন্ত বিকাশ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও ঢাকা হতে মন্ত্রী পরিষদের গাড়ী বহর গোপালগঞ্জের টঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা নিবেদনের জন্য যাওয়ার সময় উপজেলার জয় বাংলা মোড় বিশ্ব রোডে সরকারী কর্মকর্তা ও নগরকান্দার শত শত নেতা কর্মী উপস্থিত হয়ে মন্ত্রীদেরকে জাতীয় পতাকা নাড়িয়ে শুভেচ্ছা জানান। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ দিবস উপলক্ষে সরকারী ভবনগুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয়।