চরভদ্রাসনে ইরি ব্লকে থেকে চন্দ্রবোড়া সাপ: টেটা দিয়ে মারলো কৃষক
রাকিব হোসেনঃ
ফরিদপুরের চরভদ্রাসনে ইরি ধান ক্ষেতের ব্লকে দেখা মিললো সাড়ে তিন ফুট দৈর্ঘের বিষধর রাসেলস ভাইপার বা উলুবোড়া।
বুধবার (১৬ মার্চ) সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চরসালেপুর (পশ্চিম) গ্রামের আঃ হাই খানের হাটের দক্ষিন পাশে ইরি ক্ষেতের ব্লকে কৃষকদের হাতে সাপটি ধরা পরে।
স্থানীয় ওই গ্রামের বাসিন্দা মো. পিন্টু খান জানান, আজ সকালে শেখ আঃ ওহাব(৪৫) ও তার ভাই মোশারফ তাদের ইরি ধান ক্ষেতের ব্লকে পানি দিতে গেলে একটি রাসেল ভাইপার বা উলুবোড়া সাপ দেখতে পান।
এসময় তারা সাপটিকে টেঁটা বৃদ্ধ করে আঃ হাই খানের হাটে নিয়ে আসেন। পরে কিছু সময় মানুষকে দেখানোর পর সাপটিকে মেরে ফেলে তারা।