সালথায় মুজিব বর্ষে কৃষি উন্নয়নে কৃষি পাঠাগারের উদ্বোধন
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলায় কৃষকদের প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য পল্লীকবি জসীমউদ্দীন কৃষি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সালথা এর আয়োজনে সোমবার বিকাল ৪ টায় উপজেলার অাটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামের কৃষক রনো গোপাল সরকারের বাড়িতে কৃষকদের জন্য পাঠাগার চালু করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাসের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খা। বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: হযরত অালী, উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অাটঘর ইউনিয়নের চেয়ারম্যান মো: শহীদুল হাসান খান সোহাগ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয় সেন শুভ্র, বীর মুক্তিযোদ্ধা সাত্তার শেখ, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, মো: অাজাদ হোসেন জোদ্দার, কৃষক রনো গোপাল সরকার, জামাল ফকির, বিমল কুমার দত্ত, সলেমান শিকদার প্রমুখ।
উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, আধুনিক উপায়ে কীভাবে চাষাবাদ করা যায়, এ সম্পর্কে চাষিদের তেমন কোন অভিজ্ঞ থাকে না। তাঁরা যাতে পল্লীকবি জসীমউদ্দীন কৃষি পাঠাগারে এসে কৃষি বিষয়ক বই পড়ে নতুন নতুন কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, কৃষি বিষয়ক তথ্য জানতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। যাঁরা পড়তে জানেন না, তাঁদের জন্য পাঠাগারে পড়াজানা লোক বই পাঠ করবেন। কৃষক শুনে শুনে কৃষি বিষয়ে জ্ঞান আহরণ করবেন।