October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

নগরকান্দায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

বেলায়েত হোসেন লিটনঃ

মুজিব বর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় পালিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস। দিনটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রা বের করে। এ ছাড়াও আলোচনা সভা, দূর্যোগ প্রতিরোধ মহড়া, প্রদর্শনী ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে হেলিপোর্ট মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অংশগ্রহনে দূর্যোগ প্রতিরোধ বিষয়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভূমি এন এম আবদুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ হাবিল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুনাহার রিটা, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, ত্রান কর্মকর্তা ইকবাল কবির, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা আফজাল হেসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম প্রমূখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.