নগরকান্দায় কৃষক গ্রুপে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি বিতরণ
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় অনাবাদি পতিত জমিও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ( ইফনাপ) শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক গ্রুপে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের জন্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক উপজেলার নয়টি ইউনিয়নের নয়টি সমতির মাঝে নয় ধরনের কৃষি যন্ত্রপাতি সমিতির সভাপতিসহ সদস্যদের উপস্তিতে বিতরণ করা হয়। নয়টি গ্রুপে ৩০ জন সদস্য নিয়ে একটি সমিতি গঠন করা হয়।যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার ভৌমিক, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, পাট কর্মকর্তা আব্দুস সালাম, সকল উপ- সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও ইউনিয়ন সমিতির সভাপতি বৃন্দ ও সদস্য বৃন্দ। যন্ত্রপাতির মধ্যে রয়েছে ফুটি পাম্প ১ টি, হ্যান্ড স্প্রেয়ার ২টি, বাজিং নাইফ ৩ টি, স্পুনিং শেয়ার ৩ টি। কৃষি কর্মকর্তা বলেন এটি একটি চলমান প্রক্রিয়া।